• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৯
সিলেট টেস্ট

সিলেট টেস্টের দ্বিতীয় দিন হাতে ২ উইকেট রেখে বাংলাদেশের থেকে ৪৪ রান পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। কাইল জেমিনসন ও টিম সাউদির বদৌলতে ৩১৭ রান করতে সক্ষম হয় সফরকারীরা। ফলে তারা ৭ রানের লিড পেয়েছে।

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেছেন কেন উইলিয়ামসন। মিডল অর্ডারে ড্যারেল মিশেল ৪১ ও গ্লেন ফিলিপস ৪২ রানের ইনিংস খেলেন। এছাড়া কাইল জেমিনসনের ব্যাট থেকে ২৩ ও টিম সাউদির ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস।

এর আগে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন মাহমুদুল জয়। তিনে নামা নাজমুল শান্ত ও চারে নামা মুমিনুল হক ৩৭ করে রান যোগ করেন। শাহাদাত হোসেন ২৪, মেহেদী মিরাজ ২০ ও নুরুল হাসান খেলেন ২৯ রানের ইনিংস।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের অনিয়মিত অফ স্পিনার ফিলিপস ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন জেমিনসন ও আজাজ প্যাটেল। বাংলাদেশ দলের হয়ে স্পিনার তাইজুল ইসলাম ৪ উইকেট নিয়েছেন। অবাক করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। মাত্র ৩.৫ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড