• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০  |   ১৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিমানবন্দরে ধাক্কাধাক্কি, পুলিশি নিরাপত্তায় বের করা হলো বাবরদের

  ক্রীড়া ডেস্ক

১৩ নভেম্বর ২০২৩, ১২:৫৭
পাকিস্তান

বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পেছনে বাবরদের দায়ী করছে পাকিস্তানের দর্শকরা। সেমিফাইনালের আগেই ছিটকে গেছে দল। সোমবার সকালে পাকিস্তানে ফিরেছে বাবররা। পাকিস্তানি ক্রিকেটাররা বিমানবন্দরে নামার পরেই ধাক্কাধাক্কি শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় বিমানবন্দর থেকে বার হলেন বাবর।

কলকাতা থেকে দুবাই হয়ে পাকিস্তানের লাহোরে ফিরেছেন বাবররা। দল সেখানে নামার পরেই দেখা যায়, অনেকে ক্রিকেটারদের দিকে ছুটে যাচ্ছেন। পাক ক্রিকেটারদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাদের আটকে দেন। কাউকে কাছে যেতে দেওয়া হয়নি। ভিড় ক্রমশ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাননি নিরাপত্তারক্ষীরা।

তবে দলের উপর রাগ থেকে এই ভিড় জড়ো হয়নি। তারা পাকিস্তান দলকে স্বাগত জানাতেই গিয়েছিলেন। কারণ, বেশির ভাগকেই দেখা যায় বাবরের ছবি তুলছেন। কেউ কেউ সেলফি তোলারও চেষ্টা করেন। একজন বাবরকে ‘রাজা’ বলেও ডাকেন। এই ছবি থেকে পরিষ্কার, বাবরদের খারাপ ফলের পরেও বিমানবন্দরে তারা বিক্ষোভের মুখে পড়েননি। উল্টে ভক্তদের ভিড়ে আটক হয়েছেন।

তবে কোনোভাবেই ঝুঁকি নিতে চাননি নিরাপত্তারক্ষীরা। তাদের ঘেরাটোপে বিমানবন্দর থেকে বের হন বাবর। তবে যত ক্ষণ তিনি বিমানবন্দরের ভিতরে ছিলেন, তত ক্ষণ তাকে এক বার দেখার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল। বিশ্বকাপে দল ভাল না খেললেও বাবরের ভক্তের সংখ্যা যে একেবারেই কমেনি তা প্রমাণ করে দিল লাহোরের বিমানবন্দর।

তবে বাবরের ভবিষ্যৎ কী তা এখনও স্পষ্ট নয়। লাহোরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দফতর। তাই বিমানবন্দরে নেমে ক্রিকেট বোর্ডের কর্তাদের মুখোমুখি বসতে হতে পারে পাকিস্তানের অধিনায়ককে। সেখানে জবাবদিহি করতে হতে পারে তাকে। তবে তার আগে ভক্তদের ভালবাসায় ভাসলেন বাবর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড