• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টস জিতে ফিন্ডিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৬ নভেম্বর ২০২৩, ১৫:২০
বিশ্বকাপ

সেমিফাইনাল খেলা হচ্ছে না বাংলাদেশের। শ্রীলঙ্কার সাথে আজকের ম্যাচটি বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচ হলেও পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি খেলার যোগ্যতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ। দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা দলে এসেছেন। দুশমন হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলবেন তারা।

শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপে চারবারের দেখাতে বাংলাদেশের জয় নেই একটিতেও। ওয়ানডেতে মোট ৫৩ ম্যাচের ৪২ টিতে জয় পায় শ্রীলংকা, ৯টিতে বাংলাদেশ। ২ ম্যাচে কোনো ফল হয়নি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড