• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

২২৯ রানে অলআউট নেদারল্যান্ডস

  ক্রীড়া ডেস্ক

২৮ অক্টোবর ২০২৩, ১৮:২৩
বিশ্বকাপ

বল-ব্যাটে ব্যর্থ বাংলাদেশ দলের বোলাররা অনভিজ্ঞ নেদারল্যান্ডসে পেয়ে জ্বলে উঠেছে। ইনিংসের শেষ বলে ডাচদের অলআউট করেছেন ২২৯ রানে।

নেদারল্যান্ডস টস জিতে ব্যাট করতে নামে। দলের ৪ রানে তাসকিন ও শরিফুলের তোপে ফিরে যান দলটির দুই ওপেনার বিক্রমজিত সিং (৩) ও ম্যাক্স ওডড (০)। ওই ধাক্কা খানিকটা সামলে উঠলেও ৬৩ রানে মুস্তাফিজ ও সাকিবের বলে পরপর উইকেট হারায় ডাচরা। আউট হন ওয়েলসি বারাসি (৪১) ও কলিন আকারম্যান (১৫)।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দলকে এগিয়ে নিচ্ছিলেন ডাচ অধিনায়ক স্কট এডোয়ার্ডস। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে গড়েন ১০৫ বলে ৭৮ রানের জুটি। এরপর মাত্র ২৭ রানে নেদারল্যান্ডস হারায় ৩ উইকেটে।

৮৯ বলে ৬টি বাউন্ডারিতে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন এডোয়ার্ডস। ৩৫ রানে ফেরেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৬ রানে রান আউট সিরাজ আহমেদ। ৯ রানে ফেরেন আরিয়ান বুট।

শেষ দিকে ঝড় তুলে ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন লোগান ভেন বেক। শেষ দিকে তার ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ২২৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড