• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে ভারতের কাছে জিততে পারেনি পাকিস্তান, আজ কি হবে?

  ক্রীড়া ডেস্ক

১৪ অক্টোবর ২০২৩, ১৩:২৬
বিশ্বকাপে

১৯৯২ থেকে ২০১৯ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রতিটিতেই শেষ হাসি হেসেছেন ভারতীয়রা। শনিবার আরও একটা বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তান। ২০২৩-এর বিশ্বকাপে সেই ম্যাচ হতে চলেছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এ বার কি হিসাবটা বদলাবে?

এক দিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান প্রথম বার মুখোমুখি হয়েছিল ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার মাটিতে। সে বছর মার্চের চতুর্থ দিন সিডনির মাটিতে টস করতে নেমেছিলেন ভারতের মুহাম্মদ আজহারউদ্দিন এবং পাকিস্তানের অধিনায়ক ইমরান খান। ৪৯ ওভারে ভারত করে ২১৬ রান। ভারতের ২১৬ রান তাড়া করতে নেমে সেই ম্যাচে পাকিস্তানকে হার স্বীকার করতে হয় ৪৩ রানে।

১৯৯৬ সালে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পড়েছিল বেঙ্গালুরুতে। দিনরাতের সেই ম্যাচে ভারত প্রথম ব্যাট করে তোলে ২৮৭ রান। সেই ম্যাচে পাকিস্তান হারে ৩৯ রানে।

১৯৯৯ সালের বিশ্বকাপে ভারতের ফল হতাশাজনক হলেও পাকিস্তানের পক্ষে সে বারও ভারতকে হারানো সম্ভব হয়নি। সে বার ম্যানচেস্টারে ভারত প্রথমে ব্যাট করে তোলে ২২৭ রান। জবাবে ১৮০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

বিশ্বকাপের খাতায়-কলমে হিসাবে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী দল ছিল ২০০৩ সালে। সে বার বিশ্বকাপের আসর বসে দক্ষিণ আফ্রিকায়। টসে জিতে ব্যাট হাতে পাক ওপেনার সাইদ আনোয়ারের শতরানের দৌলতে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৭৩ রান। ২৬ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ পকেটে পুরে ফেলে ভারত।

২০১১ সালের বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। মোহালির সেই ম্যাচে টসে জিতে ব্যাটিং করেছিল ভারত। নির্ধারিত ৫০ ওভারে ভারত করেছিল ২৬০ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ২৩১ রানে।

২০১৫ সালের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। টসে জিতে প্রথমে ব্যাট করেছিল ভারত। সাত উইকেট হারিয়ে ভারত তোলে ৩০০ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল পাকিস্তান। পাকিস্তান ব্যাটারেরা ৪৭ ওভারে গুটিয়ে যান মাত্র ২২৪ রানে।

২০১৯ সালের বিশ্বকাপের টসে জিতেছিল পাকিস্তান। জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩৩৬ রান। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৮৯ রানে পরাজিত হয় পাকিস্তান। এ বার কোহলির অধিনায়কত্বে ম্যাচের সেরা নির্বাচিত হন শতরানকারী রোহিত।

আবারও একটা বিশ্বকাপ। আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান। এ বার ফলাফল কী হবে? পাকিস্তান কি বরাবরের হিসাব পাল্টে আমদাবাদের মাটিতে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিতে পারবে? না কি প্রতি বারের মতো এ বারও শেষ হাসি হাসবে সেই ভারতই?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড