• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিবের ইনজুরি গুরুতর নয়, খেলবে বিশ্বকাপের প্রথম ম্যাচে

  ক্রীড়া ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৩
সাকিব আল হাসান

গৌহাটিতে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে বাংলাদেশকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। তবে জানা গেছে চোট গুরুতর নয়, তাই শঙ্কার কিছু নেই।

তামিম স্কোয়াডে না থাকায় ক্রিকেট ভক্তদের আহাজারি চলছে। শঙ্কা বাড়িয়ে মিডিয়াতে খবর আসে অধিনায়ক সাকিবের চোট। চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান। সংবাদমাধ্যমকে সুজন জানিয়েছেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে । তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।'

সুজন আরও বলেন, 'সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড