• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্সেলোনা-লিভারপুলের জয়, ড্র করল পিএসজি ও নাপোলি

  অধিকার ডেস্ক    ২৫ অক্টোবর ২০১৮, ১৬:১৯

বার্সেলোনা
লিওনেল মেসিকে ছাড়াই ইন্টার মিলানকে হারিয়েছে বার্সেলোনা; (ছবি : এএস)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। বুধবার রাতে মাঠে নেমেছিল 'এ', 'বি', 'সি' ও 'ডি' গ্রুপের দলগুলো। রাতের হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ইন্টার মিলানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে লিওনেল মেসিবিহীন বার্সেলোনা। আর্জেন্টাইন তারকার পরিবর্তে একাদশে জায়গা পাওয়া রাফিনহা দলের প্রথম গোলটি করেন। ম্যাচের শেষদিকে ব্যবধান বাড়িয়ে বার্সার ২-০ গোলের জয় নিশ্চিত করেন জর্দি আলবা। ফলে টানা তিন জয়ে 'বি' গ্রুপ থেকে পরের পর্বে যাওয়া অনেকটাই নিশ্চিত কাতালানদের।

গ্রুপের অন্য ম্যাচে টটেনহাম হটস্পারকে রুখে দিয়েছে পিএসভি আইন্দহোফেন। ৮৭তম মিনিটে নেদারল্যান্ডসের ক্লাবটি সমতায় ফিরলে ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

জয়ে ফিরে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ইংলিশ পরাশক্তি লিভারপুল। প্রতিযোগিতার আগের ম্যাচে মোনাকোর কাছে হেরে যাওয়া অলরেডরা অ্যানফিল্ডে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে দুর্বল প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেডকে। ম্যাচে জোড়া গোল পেয়েছেন মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বাকি গোল দুটি এসেছে লিভারপুলের বিধ্বংসী আক্রমণভাগের অন্য দুই তারকা রবার্তো ফিরমিনো ও সাদিও মানের পা থেকে।

গ্রুপের আরেক ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে স্বাগতিকদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নাপোলি। ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি। ফলে জমে উঠেছে 'সি' গ্রুপ থেকে শেষ ষোলোতে যাওয়ার লড়াই। লিভারপুল, নাপোলি ও পিএসজি- তিন দলেরই সম্ভাবনা রয়েছে পরের পর্বে জায়গা করে নেওয়ার।

'এ' গ্রুপের সেরা দুই দলের দ্বৈরথে অ্যাতলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি নিজেদের মাঠে ৪-০ গোলের জয় পেয়েছে। 'ডি' গ্রুপের শীর্ষে থাকা এফসি পোর্তো ৩-১ গোলে জয় পেয়েছে লোকোমোটিভ মস্কোর মাঠে।

ফল :

গ্রুপ ‘এ’ :

বরুসিয়া ডর্টমুন্ড ৪-০ অ্যাতলেটিকো মাদ্রিদ (অ্যালেক্স উইটসেল ৩৮, রাফায়েল গেরেইরো ৭৩ ও ৮৯, জ্যাডন সাঞ্চো ৮৩) ক্লাব ব্রুগে ১-১ মোনাকো (ওয়েসলি ৩৯) (মোউসা সাইলা ৩১)

গ্রুপ ‘বি’ :

বার্সেলোনা ২-০ ইন্টার মিলান (রাফিনহা ৩২, জর্দি আলবা ৮৩) পিএসভি আইন্দহোফেন ২-২ টটেনহাম হটস্পার (হার্ভিং লোজানো ৩০, লুক ডে ইয়ং ৮৭) (লুকাস মোউরা ৩৯, হ্যারি কেন ৫৫)

গ্রুপ ‘সি’ :

লিভারপুল ৪-০ রেড স্টার বেলগ্রেড (রবার্তো ফিরমিনো ২০, মোহামেদ সালাহ ৪৫ ও ৫১, সাদিও মানে ৮০) পিএসজি ২-২ নাপোলি (মারিও রুই আত্মঘাতী ৬১, অ্যাঙ্গেল ডি মারিয়া ৯০+৩) (লরেঞ্জো ইনসিনিয়ে ২৯, ড্রিস মার্টেন্স ৭৭)

গ্রুপ ‘ডি’ :

লোকোমোটিভ মস্কো ১-৩ এফসি পোর্তো (আন্তোন মিরানচুক ৩৮) (মোউসা মারেগা ২৬, হেক্টর হেরেরা ৩৫, জেসাস কোরোনা ৪৭) গ্যালাতাসারাই ০-০ শালকে ০৪

পয়েন্ট তালিকা :

গ্রুপ 'এ' :

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল

গোল ব্যবধান

পয়েন্ট

বরুসিয়া ডর্টমুন্ড

৮/০

+৮

অ্যাতলেটিকো মাদ্রিদ

৫/৬

-১

ক্লাব ব্রুগে

২/৫

-৩

মোনাকো

২/৬

-৪

গ্রুপ 'বি' :

বার্সেলোনা

১০/২

ইন্টার মিলান

৪/৪

টটেনহাম হটস্পার

৫/৮

-৩

পিএসভি আইন্দহোফেন

৩/৮

-৫

গ্রুপ 'সি' :

লিভারপুল

৭/৩

+৪

নাপোলি

৩/২

+১

পিএসজি

১০/৬

+৪

রেড স্টার বেলগ্রেড

১/১০

-৯

গ্রুপ 'ডি' :

পোর্তো

৫/২

+৩

শালকে ০৪

২/১

+১

গ্যালাতাসারাই

৩/১

+২

লোকোমোটিভ মস্কো

১/৭

-৬