• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হারলেই বিদায়, কোহলি কি পারবে সাকিবদের বাধা পেরোতে?

  অধিকার ডেস্ক    ১৭ মে ২০১৮, ১৭:১১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ৫১ তম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবারের আসরে শুরু থেকেই ধুকছে। ১২ ম্যাচ খেলে জয় পেয়েছে ৫ টিতে। ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সপ্তম স্থানে। হাতে আছে মাত্র দুটি ম্যাচ। আজকের ম্যাচে জিতলে তারা উঠে আসবে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।

অন্যদিকে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে হায়দ্রাবাদ। টানা ছয় ম্যাচ জয়ের পর নিজেদের শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছে দলটি। প্লে-অফ যদিও নিশ্চিত হয়েছে তবুও দলটি নিশ্চয়ই চাইবে শীর্ষে থেকেই কোয়ালিফায়ারে খেলতে।

টুর্নামেন্টে ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলের এ অগ্রযাত্রায় দারুণ ভূমিকা রাখছেন বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব। টুর্নামেন্টে সাকিব দারুণ বল করেছেন। ১২ ম্যাচে পেয়েছেন ১২ উইকেট। আইপিএলের এবারের মৌসুমে সাকিবের সর্বোচ্চ উইকেট সংখ্যা ১২। নতুন এক রেকর্ডও করেছেন সাকিব। ক্যারিবিয়ান অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’স্পর্শ করেছেন তিনি। এছাড়া আইপিএলে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড