• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক

  ক্রীড়া ডেস্ক

২১ মে ২০২৩, ১৭:২১
ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক
আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক মার্টিনেজ (ফাইল ছবি)

কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান আর্জেন্টিনার। যাদের হাত ধরে, তাদের মধ্যে অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন এই গোলরক্ষক আবার ভালো করেই জানেন, বাংলাদেশে তাদের অগণিত সমর্থক রয়েছে। তাই নিজ আগ্রহে এ দেশে আসার ইচ্ছে পোষণ করেছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে মার্টিনেজ আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন। দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে এমনটি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

মূলত মার্টিনেজের সফরটা ছিল কলকাতাতেই। তবে নিজ আগ্রহে ঢাকায় আসার ইচ্ছে পোষণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। শতদ্রু দত্ত ওই জাতীয় দৈনিককে বলেন, আমি শুধু কলকাতায় আনার জন্যই ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। ও নিজে থেকেই বলল-আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনা ফুটবল দলের অনেক ভক্ত আছে। এরপর আমি বাংলাদেশেও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করি।

আগামী ৪ ও ৫ জুলাই কলকাতা সফর করবেন মার্টিনেজ। তার আগে ৩ জুলাই ভোরে তার ঢাকায় পা রাখার কথা। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড