• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাইগারদের সামনে আইরিশ বড় স্কোর

  ক্রীড়া ডেস্ক

১২ মে ২০২৩, ২১:৫৬
ক্রিকেট

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি হানা দেয়। তবে ৫০ ওভারের খেলা নির্ধারিত হয় ৪৫ ওভারে। শুক্রবার এই ২য় ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় আইরিশরা। শূন্য রানে আউট হয় ওপেনার র্স্টালিং। পেসার হাসান মাহমুদ ১৬ রানে তুলে নেন দ্বিতীয় উইকেট। এরপর আন্দ্রে বালর্বিনি ও হ্যারি টেক্টর ৯৮ রানের জুটি গড়েন। ৬ উইকেটে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ৪৫ ওভার শেষে ৩১৯ রান।

অধিনায়ক বালর্বিনি ৫৮ বলে ৪২ রান করে আউট হলেও সঙ্গী টেক্টর ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৬ রানে লরকান টাকার ও ৮ রানে কার্টুস ক্যাম্পার আউট হয়। ষষ্ঠ উইকেটে টেক্টর ও জর্জ ডকরেল ১২৯ রানের জুটি বড় রানের৷ সংগ্রহ দেয় আইরিশদের। জর্জ ডকরেল ৭৪ রানে অপরাজিত থাকেন।

বোলারদের মধ্যে পেসার হাসান মাহমুদ তিনি ৯ ওভারে ৪৮ রান দিয়ে নেন ২ উইকেট। পেসার এবাদত হোসেন ৯ ওভারে ৫৬ রানে ১ উইকেট নেন। সাকিব ৯ ওভারে ৫৭ রান দিয়ে উইকেট পাননি। পেসার শরিফুল দুই উইকেট নিলেও ৯ ওভারে ৮৩ রান হজম করেছেন। তাইজুল ৭ ওভারে ৫৭ রান দিয়ে নেন ১টি উইকেট। ২ ওভারে বল ১৩ রান দেন মেহেদি মিরাজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড