• শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

১২ মে ২০২৩, ১৮:৫৮
অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টাইগার ও আইরিশ ক্রিকেটাররা (ফাইল ছবি)

বৃষ্টির কালো মেঘ সরে যাওয়ায় বাংলাদেশ-আয়ারল্যান্ডের অধিনায়ক ও আম্পায়াররা মাঠে নেমেছেন। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডের একাদশ নিয়ে এই ম্যাচে নামছেন সফরকারীরা। ফলে এদিনের একাদশেও নেই বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের একাদশে জায়গা হয়নি ব্যাটার ইয়াসির রাব্বিরও। আইরিশরাও আগের ম্যাচের একাদশ নিয়েই নামছেন। ম্যাচটি নির্ধারিত ওভারের চেয়ে কিছুটা সীমিত হওয়ায়, একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বোলিং করতে পারবেন।

এর আগে নির্ধারিত সময়ে (স্থানীয় সময় সোয়া ৩টা) টস হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। ফলে প্রায় দেড়ঘণ্টার পর ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে। যদিও সেই সময় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স দুই ঘণ্টার মতো বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছিলেন। যা বাংলাদেশ-আয়ার‌ল্যান্ড উভয় দলেরই অপেক্ষার ক্ষণ বাড়িয়ে দিয়েছিল।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ :

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড