• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘হিজাব’ পরে উইন্ডিজ দলকে সামলাচ্ছেন নাসিরা

  অধিকার ডেস্ক    ২৩ অক্টোবর ২০১৮, ২২:৫৩

মিডিয়া ম্যানেজার নাসিরা মুহম্মদ
ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার নাসিরা মুহম্মদ (ছবি : সংগৃহীত)

গুয়াহাটিতে চলছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। এর আগে টেস্ট সিরিজে ক্যারিবিয়ান বধ করেছে বিরাট কোহলির দল। তবে সব সাপিয়ে ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে দেখা মিলেছে হিজাব পরিহিত এক নারীর। হিজাব পরেই পুরো ক্যারিবিয়ান দলকে সামলাচ্ছেন তিনি।

হিজাব পরিহিত ওই নারীর নাম নাসিরা মুহম্মদ। তিনি টিভি চ্যানেলে ক্রীড়া সাংবাদিকতা করতেন। চলতি সিরিজেই ক্যারিবিয়ান দলের মিডিয়া ম্যানেজার হিসেবে সফর সঙ্গী হয়েছেন নাসিরা। বিশ্ব ক্রিকেটে সচারচার মিডিয়া ম্যানেজার হিসেবে পুরুষদের দলে মহিলা দেখা যায় না। তবে নাসিরা ব্যতিক্রম তাঁর পোশাকে, যে কারণে তাকে নিয়ে চলছে ব্যাপক শোরগোল।

ইতোমধ্যে অনেকেই তাকে ভারতীয় ভাবতে শুরু করেছে। প্রায় দু’বছর আগে নাসিরার পূর্বপুরুষরা ভারত থেকে পাড়ি দিয়েছিলেন ক্যারিবিয়ান মুলুকে। ভারতীয় বংশভুত হলেও তিনি এখন আদ্যন্ত ক্যারিবিয়ান। নিজের মুখেই স্বীকার করে নাসিরা বলেন, ‘বহু মানুষ আমাকে ভারতীয় ভেবে ভুল করছেন! বিষয়টা বেশ মজার। তবে আমি ত্রিনিদাদের মানুষ। আমি প্রত্যেককেই বলি। কিন্তু কেউ শুনতেই চায় না।’

কিছুদিন আগেই ক্যারিবিয়ান জাতীয় দলের দায়িত্বে পেয়েছে কর্মতৎপর নাসিরা। ক্যারিয়ারের শুরুটাও হয়েছে ইন্ডিয়া সফরের মধ্যদিয়ে। এ বিষয়ে গুয়াহাটিতে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘যখন আপনি ১৬ জন ক্রিকেটারদের সঙ্গে থাকবেন, এবং তাদের মধ্যে আপনিই একমাত্র মহিলা। তখন আশেপাশের মানুষ আপনাকে লক্ষ করবেই। আমি তাঁদের মনের কথা বুঝতে পারি, হিজাব পরে একটা মেয়ে বাকি পুরুষদের সঙ্গে কী করে রয়েছে!’

এদিকে নিজের হিজাব পরা সম্পর্কে তিনি বলেছেন, ‘হিজাব পরে কর্মক্ষেত্রে কাজ করাটা একান্তই আমার সিদ্ধান্ত। ২০১২ সালে প্রথম বার হিজাব পরার সিদ্ধান্ত নেই। আমার মা কিন্তু হিজাব পরেন না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড