• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর একটি জয়, তাহলেই লা-লিগা বার্সেলোনার ঘরে

  ক্রীড়া ডেস্ক

০৪ মে ২০২৩, ১৪:৩০
barca

মঙ্গলবার রাতের খেলায় ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে দিয়ে লা লিগা হাতের মুঠোয় নিয়ে বসে আছে বার্সেলোনা। একই দিনে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় আর একটি ম্যাচ জিতলেই লা লিগা ট্রফি ঘরে তুলবে বার্সেলোনা।

বার্সেলোনার ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সমসংখ্যক ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট। রিয়াল বাকি সব ম্যাচ জিতলে সর্বোচ্চ ৮৩ পয়েন্টে পৌঁছবে। আতলেতিকো বাকি সব ম্যাচ জিতলে ৮৪ পয়েন্ট হবে। বার্সেলোনা আর একটি ম্যাচ জিতলেই ৮৫ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে তাদের আর কেউ ছুঁতে পারবে না।

১০ জনের ওসাসুনাকে পেয়েও বার্সেলোনাকে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হল গোলের জন্য। লাল কার্ড দেখে জর্জে হেরান্দো মাঠের বাইরে যাওয়ার পর রবার্ট লেয়নডস্কি গোল করলেও অফসাইডে বাতিল হয়। ফ্রেঙ্কি দি ইয়ং এবং আনসু ফাতিও গোলের কাছাকাছি পৌঁছে সুযোগ কাজে লাগাতে পারেননি। বার্সার জয়সূচক গোল জর্দি আলবার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড