• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসির 'বাথরুম' প্রসঙ্গে গণমাধ্যমকে ধুয়ে দিলেন ম্যারাডোনা

  অধিকার ডেস্ক    ২৩ অক্টোবর ২০১৮, ২১:১৯

দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসি
দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি; (ছবি : সংগৃহীত)

কি হলো দিয়েগো ম্যারাডোনার! এইতো কদিন আগেই লিওনেল মেসির তীব্র সমালোচনা করে ‘ফুটবল ঈশ্বর’ বলেছিলেন, খেলার আগে বার্সেলোনার ফরোয়ার্ড ২০ বার বাথরুমে যান! এবার সুর পাল্টে বললেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর পুরো দোষটাই তিনি দিলেন গণমাধ্যমকে!

দিন কয়েক আগে আর্জেন্টিনার জার্সিতে মেসির অধিনায়কত্বকে প্রশ্নবিদ্ধ করে মেক্সিকোর সংবাদমাধ্যমে ম্যারাডোনা বলেছিলেন, 'ম্যাচের আগে মেসি যেমন আচরণ করেন, তাতে কোনোভাবেই তার কাঁধে নেতৃত্ব থাকা উচিত নয়। আমার জন্য এটা নিয়ে কথা বলা কঠিন। কিন্তু এমন একজনকে নেতা বানানো পুরোপুরি অযৌক্তিক, যে ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায়!'

তিনি আরও বলেছিলেন, 'মেসি আর্জেন্টিনার একজন ফুটবলার। ওকে ঈশ্বর বানাবেন না। মেসির কাছ থেকে নেতৃত্ব সরিয়ে নেওয়া উচিত, কারণ আমরা তাকে সেরা হিসেবে দেখতে চাই কিন্তু সে সেটা হবে না।' এর পরই ম্যারাডোনার বক্তব্যের তীব্র সমালোচনা করেছিল মেসির পরিবার।

আর সেকারণেই কি না এবার উল্টো পথে হাঁটলেন ম্যারাডোনা! তিনি দাবি করেন, ইচ্ছে করে তার এবং মেসির মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমের দিকে আঙুল তুলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক বলেন, 'আমি জানি, মেসি কে! আমি জানি মেসি বিশ্বের সেরা ফুটবলার।'

ম্যাচের আগে মেসির ২০ বার বাথরুমে যাওয়ার প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, 'ধরে নিলাম আমি বলেছি ম্যাচের আগে কেউ ২০ বার বাথরুমে যায়, কিন্তু আমি কারও নাম উল্লেখ করিনি। আমি কোথাও বলিনি, ওই ফুটবলারের নাম লিওনেল মেসি। আমি আসলে অন্য ফুটবলারের কথা বলতে চেয়েছিলাম।'

তবে যে ফুটবলারের কথা ম্যারাডোনা বলছেন, তার নাম প্রকাশ করতে তিনি রাজি হননি! কিন্তু এতে করে কি সব বিভক্তি কেটে যাবে? মেসি কি ম্যারাডোনার এই যুক্তি মেনে নেবেন? আলোচনা-সমালোচনার দৌড় যে পর্যন্ত গড়িয়েছে, তাতে উত্তরটা 'না' হওয়ারই কথা!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড