• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাপ নিয়ে দিন শুরু টাইগারদের

  ক্রীড়া প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৩, ১০:২৩
চাপ নিয়ে দিন শুরু টাইগারদের
টাইগার ক্রিকেটাররা (ছবি : ক্রিক ইনফো)

স্বাগতিক বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে স্বপ্নময় এক দিন শেষ করেছিল সফরকারী আয়ারল্যান্ড। যে কারণে তারা এখন জয়ের কথাও ভাবতে পারছে।

এক সময়ে ইনিংস ব্যবধানে হার এড়ানোই ছিল তাদের জন্য অনেক দূরের পথ। লরকান টাকারের সেঞ্চুরি এবং হ্যারি টেক্টর ও অ্যান্ড্রু ম্যাকব্রাইনের ফিফটিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে রয়েছে সফরকারীরা।

আগের দিন শেষ বেলায় ১৭ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় দিন ৯০ ওভার বোলিং করে স্বাগতিকরা নিতে পেরেছে কেবল কেবল চার উইকেট!

তৃতীয় দিন শেষে সফরকারীদের রান ৮ উইকেটে ২৮৬।

বল হাতে বাংলাদেশকে ভোগানো অ্যান্ড্রু ম্যাকব্রাইন খেলছেন ৭১ রানে। তার ১৪৪ রানের চমৎকার ইনিংস গড়া আর চার ও এক ছক্কায়। গ্রাহাম হিউম ব্যাট করছেন ৯ রানে। অবিচ্ছিন্ন নবম উইকেটে তারা ৫১ বলে গড়েছেন ২১ রানের জুটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৯০ রান।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২১৪

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৯

আয়ারল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ২৭/৪) ১০৭ ওভারে ২৭/৪ (টেক্টর ৫৬, মুর ১৬, টাকার ১০৮, ম্যাকব্রাইন ৭০, অ্যাডায়ার ১৩, হিউম ; সাকিব ১৩-৪-২৬-২, তাইজুল ৩৮-১৫-৮৬-৪, মিরাজ ২৭-৬-৫৭-০, ইবাদত ১২-১-৩৬-১, শরিফুল ৮-১-৩৫-১, খালেদ ৭-২-৩৮-০)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড