• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইরিশ বধের মিশনে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

  ক্রীড়া প্রতিবেদক

১৮ মার্চ ২০২৩, ১৪:০০
আইরিশ বধের মিশনে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
টাইগার ও আইরিশ ক্রিকেটাররা (ফাইল ছবি)

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার পর এবার নতুন মিশন শুরু করেছে দুরন্ত টাইগাররা। তামিম-সাকিবদের সামনে এবার আইরিশদের বধের মিশন। যদিও আগের দিন চোট পাওয়া মেহেদী হাসান মিরাজ এরই মধ্যে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন।

আজ শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি এরই মধ্যে শুরু হয়েছে।

যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। অর্থাৎ আইরিশদের বধের মিশনে প্রথমে ব্যাট করতে হবে বাংলাদেশকে।

পরিসংখ্যান বলছে- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছিল ১৩ বছর আগে, ২০১০ সালে।

দুই দল সবমিলিয়ে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ১০ বার। বাংলাদেশের জয় ৭টি, দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের একাদশ :

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড