• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, একাদশে এক পরিবর্তন

  ক্রীড়া ডেস্ক

১২ মার্চ ২০২৩, ১৪:৫৯
টি টোয়েন্টি

ইংলিশদের বিপক্ষে আজ দ্বিতীয় টি টোয়েন্টি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পাওয়ার পর নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে সাকিবদের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

রোববার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নিয়েছে টাইগার দলপতি সাকিব।

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছেন টাইগাররা। আগের ম্যাচের শামীম হোসেন পাটোয়ারীর পরিবর্তে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রামে টাইগাররা টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে শুরু করেছে। সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। অতীতে দুদল মাত্র একবার মুখোমুখি হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ বিশ্বকাপের সেই সাক্ষাতে আধিপত্য বিস্তার করেই জিতেছিল ইংল্যান্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭১ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে ৯২ ম্যাচ জিতেছেন ইংলিশরা, হেরেছেন ৭৩টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৫০ জয়ের বিপরীতে হেরেছে ৯২টিতে।

বাংলাদেশ একাদশ রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড