• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টুয়েন্টিতে আজ টাইগারদের সামনে ইংলিশ পরীক্ষা 

  ক্রীড়া ডেস্ক

০৯ মার্চ ২০২৩, ১৩:১৬
টি-টুয়েন্টিতে আজ টাইগারদের সামনে ইংলিশ পরীক্ষা 
টাইগার ও ইংলিশ ক্রিকেটাররা (ফাইল ছবি)

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসেছিল স্বাগতিক বাংলাদেশ। অথচ সিরিজের প্রথম ওয়ানডেটা একটু এদিক সেদিক হলে ফলটা ভিন্ন হতে পারতো। তখন হয়তো বিজয়ীর হাসি থাকতো তামিম ইকবালের মুখে।

প্রথম ওয়ানডেতে ২০৯ রান করেও একটা সময় জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে গিয়ে ৩ উইকেটে হেরে যায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য বাংলাদেশ পাত্তাই পায়নি ইংলিশদের কাছে। হারে ১৩২ রানের বিশাল ব্যবধানে।

যদিও শেষটায় ঠিকই হেসেছে তামিমের দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। এড়ায় হোয়াইটওয়াশের লজ্জা। সিরিজ শেষে একটাই আক্ষেপ, প্রথম ওয়ানডেটা যদি জেতা যেতো!

কিন্তু যা গত হয়েছে, তা গত। সামনে এবার টি-টুয়েন্টি চ্যালেঞ্জ। এবার অধিনায়ক তামিম ইকবাল নন, সাকিব আল হাসান। ফরম্যাট আর অধিনায়ক বদলের সঙ্গে কি ভাগ্য বদল হবে?

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়। সাকিবের নেতৃত্বে টি-টুয়েন্টি দল কি পারবে শুভ সূচনা করে ইংলিশদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে?

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড