• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঝারি সংগ্রহ নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা 

  ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ ২০২৩, ১৬:১৭
মাঝারি সংগ্রহ নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা 
বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেটাররা (ফাইল ছবি)

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে এসেও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ দল। যদিও নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৪৮,৫ ওভার শেষে টাইগাররা সংগ্রহ করেছে ২৪৬ রান সবকয়টি উইকেট হারিয়ে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন জোফরা আর্চার।

আজ সোমবার দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। কেননা দুই ওপেনার লিটন দাস এবং তামিম ইকবাল পাননি বড় রানের দেখা। তামিম ১১ করে ফিরলেও লিটন ফিরে যান কোনো রান ছাড়াই। তবে পরবর্তীতে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।

কিন্তু ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটে কাটা পড়ে বিদায় নেন শান্ত। এরপর অবশ্য ৭০ রানে থাকা অবস্থায় আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকও। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদও, ফিরে যান বোল্ড আউট হয়ে ৮ রান করে। ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন, ফিরে যান ১৫ রান কনে। সাকিব আল হাসান তখনো অবিচল ব্যাট হাতে।

এরপর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। তবে শেষ দিকে সাকিব দ্রুত রান তোলার চেষ্টা করলেও বেশি দূর দলকে নিতে পারেননি। সাকিব ৭৫ রানে আর্চারের শিকার হয়ে বিদায় নেন। এরপর দ্রুত অলআউট হয় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ২৪৬ রানেই থামে টাইগারদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে আর্চার ছাড়াও স্যাম কারেন নেন ২ উইকেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড