ক্রীড়া প্রতিবেদক
চলতি বিপিএলের নবম আসরের পর্দা নামছে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। রাজধানী মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা ঘরে তোলার মহা লড়াইয়ে মাঠে নামছে দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাশরাফির সিলেট।
কুমিল্লা জিতলে চতুর্থ বারের মতো শিরোপা নিয়ে উল্লাস করবে দলটি। অন্য দিকে প্রথমবারের মতো সিলেট চ্যাম্পিয়ন হলে আরেকটি সাফল্য যোগ হবে মাশরাফির রেকর্ড বুকে। কার ঘরে যাচ্ছে এবারের আসরের শিরোপা তা জানতে চোখ রাখতে হবে ম্যাচের শেষ পর্যন্ত। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বড় চমক না থাকলেও ফাইনালকে ঘিরে থাকছে বিসিবির বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগে হবে কনসার্ট, বিপিএলের ফাইনালের মঞ্চ মাতাবেন জেমস-ওয়ারফেজের মতো দেশসেরা ব্যান্ড তারকারা। ম্যাচ শেষে আতশবাজির ঝলকানিতে বরণ করে নেওয়া হবে নবম আসরের চ্যাম্পিয়ন দলকে।
এবারের বিপিএলে প্রথম তিনটি ম্যাচেই হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছে তারা। অন্যদিকে শুরু থেকে ফর্মের তুঙ্গে থাকা সিলেট স্ট্রাইকার্স ফাইনালে উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে।
এ দিকে রিজওয়ান-নাসিমরা দেশে ফিরে যাওয়ায় বিপাকে পড়ে কুমিল্লা। কিন্তু শেষ মুহূর্তে নারিন, রাসেল ও মঈন আলীকে দলে টেনে চমক দেখিয়ে চতুর্থ শিরোপা জিততে ফাইনালে সালাউদ্দিনের ছাত্ররা। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম ভরসার নাম লিটন দাস। যদিও তার সাম্প্রতিক ফর্মটা অতটা ভালো যাচ্ছে না।
তবুও বলা যায়, কুমিল্লার একাদশে তার স্থান মোটামুটি নিশ্চিত। পাশাপাশি অধিনায়ক ইমরুল কায়েস তো রয়েছেনই। দলটির উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জাকের আলি। পেস বিভাগে তাদের বড় শক্তি মুস্তাফিজুর রহমানের উপস্থিতি। তার পাশাপাশি পেস বিভাগে আরও আছেন মুকিদুল ইসলাম। এই জায়গায় বদল আনলেও আনতে পারে কুমিল্লা। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন আবু হায়দার রনি। কুমিল্লার স্পিন সামলাচ্ছেন তানভির ইসলাম। তানভির এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন।
অপর দিকে দলে বড় তারকাদের নাম না থাকলেও অভিজ্ঞ প্যারিরা ও বার্লের ওপরেই ভরসা সিলেটের। শান্ত, তৌহিদ ও জাকিরের ব্যাটে আলো ছড়ানোর অপেক্ষা সিলেট। সবশেষ ম্যাচে একাদশটা ছিল এমন- তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাশরাফী, জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান, লুক উড ও রুবেল হোসেন।
এর মধ্যে প্রথম চারজনই আছেন উড়ন্ত ফর্মে। শান্ত ও তৌহিদ এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা তিন রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন। শান্ত ৪৫২ ও হৃদয় করেছেন ৪০৩ রান। ফাইনালেও এই একাদশ নিয়েই নামতে পারে স্ট্রাইকার্সরা। যদিও তানজিম কিংবা রুবেলের জায়গায় রেজাউর রহমান রাজাকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।
তবে দলের প্রয়োজনে ব্যাট, বোল ও বুদ্ধিমত্তায় প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারেন ক্যাপ্টেন মাশরাফি। প্রথম বার ফাইনালে সিলেট শিরোপা জিততে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না ম্যাশ।
উল্লেখ্য, বিপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন দল পাবেন দুই কোটি টাকা এবং রানার্সআপ দল এক কোটি টাকা পাবেন। সেরা ব্যাটিং ও সেরা বোলিংকে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা। আসরের সেরা খেলোয়াড় পাবেন ১০ লক্ষ টাকা পুরস্কার।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড