• বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারী আইপিএলের নিলামে দল পাননি কোনো বাংলাদেশি

  ক্রীড়া ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১
নারী আইপিএলের নিলামে দল পাননি কোনো বাংলাদেশি
টাইগ্রেস ক্রিকেটাররা (ফাইল ছবি)

সংক্ষিপ্ত সংস্করণে নারীদের যে আইপিএল বা টি-টুয়েন্টি টুর্নামেন্ট এর আগে অনুষ্ঠিত হতো, সেখানে খেলার সুযোগ পেয়েছিলেন জাহানারা, সালমারা। এবার বরং, বড় আকারে পুরোপুরি পুরুষ আইপিএলের মতোই ফ্রাঞ্চাইজি তৈরি করে নারী আইপিএলের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাট জায়ান্টস, দিল্লি ক্যাপিটালসের মতো আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো অংশ নিয়েছে। বাইরে থেকে আছে কেবল উত্তর প্রদেশ ওয়ারিয়র্স।

নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল, সোমবার। যেখানে নিলাম তালিকায় ছিলেন বাংলাদেশের মোট ৯ ক্রিকেটার। জাহানারা আলম, সালমা খাতুন, নিগার সুলতানা, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, রিতু মনি ও সোবহানা মুশতারি।

যদিও এদের কেউই আইপিএল নিলামে দল পেলেন না। নিলামে প্রায় সবারই ডাক এসেছিল। কিন্তু ৫ ফ্রাঞ্চাইজির কেউই তাদেরকে কিনতে আগ্রহী হয়নি।

৯ ক্রিকেটারের মধ্যে সালমা ও রুমানার ভিত্তি মূল্য ছিল সবচেয়ে বেশি ‘৪০ লাখ রুপি করে। জাহানারার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। জাতীয় দলের উইকেট কিপার-ব্যাটার নিগার সুলতানার ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি। একই ভিত্তি মূল্য (৩০ লাখ রুপি) নাহিদা, লতা, রিতু ও সোবহানারও। স্বর্ণা আক্তারের ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি।

আগের যে তিনটি দল নিয়ে ভারতের ঘরোয়া নারী টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হতো, সে তিনটি দল হচ্ছে সুপারনোভা, ট্রেইলব্লেজার এবং ভেলোসিটি। সুপারনোভা এবং ট্রেইলব্লেজারের হয়ে খেলেছেন সালমা, জাহানারা আলমরা। এ দুটি দলকে চ্যাম্পিয়ন করার পেছনে বেশ ভালো অবদান রেখেছিলেন বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটার; কিন্তু এবার তারা দলই পেলেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড