• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন দেখেছি, বললেন মেসি

  ক্রীড়া ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৭
বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন দেখেছি, বললেন মেসি
বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসি (ছবি : অধিকার)

কাতার বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার প্রশংসা বিশ্বের সব প্রান্ত থেকেই দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনাতে সবচেয়ে বেশি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

যেহেতু বাংলাদেশের মানুষদের বেশিরভাগই আর্জেন্টিনার সমর্থনে ছিল।

আর এই বিশাল জনগোষ্ঠীর আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার পেছনে যে লিওনেল মেসির নাম রয়েছে, তা কারোই অজানা নয়। এবার সেই মেসিই কথা বললেন বাংলাদেশকে নিয়ে। দেশটির নাম উচ্চারণ করতেই উচ্ছ্বসিত হয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা জানিয়েছেন নিজের অনুভূতির কথা।

আর্জেন্টিনার ওলে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় জার্সি পরিহিত, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীজুড়ে দেখা, সত্যিই অসাধারণ।

বিশ্বকাপে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস নিয়ে এর আগে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে কয়েকদিন পরেই খোলা হবে আর্জেন্টাইন দূতাবাসও। সবকিছু মিলিয়ে ফুটবলে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের এই উচ্ছ্বাস প্রশংসা কুড়াচ্ছে সারা বিশ্বেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড