• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের মঞ্চে উড়ন্ত শুরু বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের

  ক্রীড়া ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৩, ১৭:৪৮
উড়ন্ত শুরু বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের

উড়ন্ত শুরু বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের। এই প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ । দিশা ও মারুফাদের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট পেয়েছিলেন অধিনায়ক দিশা বিশ্বাস ও মারুফা আক্তার। এছাড়া একটি উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন।

১৩১ রান তাড়া করতে নেমে শুরুতেই 'গোল্ডেন ডাক' হয়ে ফেরেন ওপেনার মিষ্টি সাহা। তবে শুরুর ধাক্কা সামলে দুর্দান্তভাবে লড়াইয়ে ফেরে বাঘিনীরা। আফিয়া ও দিলারা জুটি দলকে এগিয়ে নেন। দলীয় ৬৬ রানে আউট হওয়ার আগে ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার।

এরপর বেশিক্ষণ টিকতে পারেনি আফিয়া প্রত্যাশাও। ২২ বলে ২৪ রান করেন এই ব্যাটার। তবে দিলারা ও আফিয়া জুটির পতন হলেও স্বর্ণা আর সুমাইয়ার অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশের এই তরুণীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড