ক্রীড়া ডেস্ক
৩৬ বছর পর বিশ্বকাপ জিতে লাগামহীন সেলিব্রেশনে বিপদ ডেকে এনেছে আর্জেন্টিনা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে লিওনেল মেসিদের উপর। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে মেসিদের।
কাতারে বিশ্বকাপ জয়ের পর স্টেডিয়ামের যে জায়গায় মেসিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেই জায়গা ভেঙে ফেলেন ফুটবলাররা। নষ্ট হয় স্টেডিয়ামের সম্পত্তি।
এছাড়াও বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ের পর মাঠের মধ্যেই অশালীন অঙ্গিভঙ্গি করেছিলেন এমি মার্টিনেজ। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। তার জন্য অবশ্য ক্ষমাও চাননি গোলকিপার।
তবে ঠিক কোন অভিযোগের জন্য শাস্তির মুখে আর্জেন্টিনা, ফিফার ওয়েবসাইটে তা খোলাসা করেনি। কিন্তু ফাইনালের পর মেসিদের সার্বিক সেলিব্রেশন নিয়েই উঠেছে প্রশ্ন।
ফিফার তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিশ্বকাপ ফাইনালে ফিফার শৃঙ্খলারক্ষা কোডের আর্টিক্যাল ১১ (অশালীন আচরণ ও ন্যায্যভাবে খেলার নীতি লঙ্ঘন) ও ১২ (ফুটবলার ও অফিসিয়ালদের অভব্য আচরণ) নিয়ম ভঙ্গ হয়েছে। যার জন্য আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।”
আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে ইতিমধ্যেই সব কথা জানিয়ে দিয়েছে ফিফা। তাদের সহযোগিতা করতে বলা হয়েছে।
এছাড়া বিশ্বকাপে খেলা আরও তিনটি দেশ মেক্সিকো, সার্বিয়া ও ইকুয়েডরকেও জরিমানা করেছে ফিফা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড