• শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথম সেশনেই দুই উইকেট খোয়াল টাইগাররা 

  ক্রীড়া প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২২, ১২:২৩
প্রথম সেশনেই দুই উইকেট খোয়াল টাইগাররা 
ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা (ছবি : ক্রিক ইনফো)

মিরপুরে সিরিজের শেষ টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম সেশনটা বাংলাদেশ শেষ করেছে ভালো-মন্দের মিশেলে। ঢাকা টেস্টে ভালো শুরুর পর দুই ওপেনারকে হারিয়ে ৮২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে বাংলাদেশ দল। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান এবং মুমিনুল হক।

এর আগে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান। তবে দলীয় ৩৯ রানে ফিরে যান ১৫ রান করা জাকির। ভারতীয় পেসার জয়দেব উনাদকাটের বলে শটে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ঠিক পরের ওভারেই আম্পায়ার্স কলে বিদায় নিতে হয় শান্তকেও।

রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ২৪ রান করে বিদায় নেন শান্ত। ৪ বলের এ দিক-ও দিকে বাংলাদেশ খুইয়ে বসে দুই উইকেট।

এরপর অবশ্য মুমিনুলকে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক সাকিব। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এই জুটি সংগ্রহ করেছে ৪৩ রান। সাকিব ১৬ এবং মুমিনুল অপরাজিত রয়েছেন ২৩ রানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড