ক্রীড়া ডেস্ক
চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে টিকে থাকবে টাইগারদের শেষ চারের আশা।
এমন ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
উইকেটটা বেশ শুকনো, সাকিব জানালেন, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দল আগে ব্যাট করে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটাও নিয়ামক হিসেবে কাজ করেছে এখানে।
যদিও জিম্বাবুয়ের বিপক্ষে জিততে নিজেদের সেরাটাই দিতে হবে, বিশ্বাস সাকিবের। বললেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য আমাদের সেরা খেলাটা খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তারা উজ্জীবিত থাকবে এবং আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
এ দিকে ক্রেইগ আরভিন জানিয়েছেন, টস জিতলে ব্যাট করতে চাইত তার দলও। তিনি বলেন, অবস্থার দিকে তাকিয়ে মনে হচ্ছে, এটা সারাদিনে খুব বেশি বদলাবে না। আবহাওয়াটা বেশ সুন্দর, টস জিতলে ব্যাটই করতে চাইতাম আমরা!
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৬৫ রান।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাবভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, ব্র্যাড ইভান্স, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড