ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে! ২৭ অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়ার দলগুলো নিজেদের মধ্যে খেলে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিতে পারবে। আর এবারের এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে আমিরশাহীতেই।
এর আগে বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেয়, এশিয়া কাপের আয়োজন করা যে সম্ভব নয়। এরপর নয়া ভেন্যু নিয়ে শুরু হয়েছিল জল্পনা, আর জল্পনার অবসান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বৃহস্পতিবার সাংবাদিকদের সৌরভ বলেন, ‘‘সংযুক্ত আরব আমিরাতেই হবে এশিয়া কাপ। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।’’
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবে না।’
২৭ অগাস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এ বারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড