ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন লোকেশ রাহুল। ভরসাযোগ্য তিন ক্রিকেটারকে হারিয়ে যেন নাজেহাল টিম ইন্ডিয়া। প্রথম টি-টুয়েন্টিতে ২০০ রানের বেশি করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে মাঝারি সংগ্রহ দাঁড় করিয়ে তাই ছন্দে থাকা প্রোটিয়াদের আটকানো কষ্টসাধ্যই ছিল।
সেটি অবশ্য করে দেখাতে পারেনি ভারত। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিও হেরে সিরিজ হারের শঙ্কায় পড়েছে ভারতীয়রা। দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রোটিয়াদের কাছে হেরে ৪ উইকেটে।
এদিন কটকের বারাবতী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে হেনরিক্লেসেনকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক টেম্বা বাভুমা। দলীয় ৯৩ রানে ৩০ বলে ৩৫ রান করে ফেরেন বাভুমা।
এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হেনরিক্লেসেন। জয়ের জন্য শেষ দিকে ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। খেলার এমন অবস্থায় ৪৬ বলে ৭টি চার আর ৫টি ছক্কায় ৮১ রান করে ফেরেন এই তারকা ব্যাটসম্যান।
এরপর কাগিসো রাবাদাকে সঙ্গে নিয়ে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড মিলার।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড