ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ৭ উইকেটের বড় ব্যবধানে হার দিয়ে শুরু হয়েছে ভারতের। এই সিরিজে নেই অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। আর সিরিজ শুরুর আগে ছিটকে গেছেন আরেক ওপেনার লোকেশ রাহুলও।
অবশ্য ওপেনিংয়ে তাদের শূন্যতা একটুও বুঝতে দেননি তরুণ ওপেনার ইশান কিশান। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে তিনি খেলেছেন ৪৮ বলে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস। অবশ্য এমন ইনিংস খেলার পরও রোহিত-রাহুলরা ফিরলে তাকে একাদশের বাইরে চলে যেতে হবে, সেটা স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন কিশান।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয় তারা (রোহিত ও রাহুল) বিশ্ব মানের তারকা। তারা যখন দলে থাকবে তখন আমি চাইতে পারি না। আমার কাজ হচ্ছে অনুশীলনে সেরাটা দেওয়া। যখনই সুযোগ আসবে তা কাজে লাগানো। আমি নিজের কাজে মনোযোগ রাখছি।'
ভারতের হয়ে লম্বা সময় ধরে খেলছেন রোহিত-রাহুলরা। সেই তুলনায় একদমই তরুণ কিশান। যদিও ব্যাট হাতে পারফর্ম করে নির্বাচকদের বার্তা দিয়ে রাখতে চান তিনি। সেই সঙ্গে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিয়ে রাখবে বলেও জানিয়েছেন কিশান।
তিনি বলেন, 'তারা অনেক কিছু করেছে। দেশের হয়ে অনেক অনেক রান করেছে। আমি তাদের বলতে পারি না তাদের বাদ দিয়ে আমাকে প্রথম জায়গায় খেলাতে। হ্যাঁ আমি আমার কাজটা করে রাখতে পারি। বাকিটা নির্বাচকদের বিষয়। তারা যখনই মনে করবেন আমাদের সুযোগ দেওয়া দরকার আমি আমার সেরাটা দিব।'
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ২১১ রান করেও হারতে হয়েছে ভারতকে। বিশেষ করে ভারতের বোলাররা দেদারসে রান দিয়েছেন এই ম্যাচে। ইশান তাই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বোলারদের। বোলিং বিভাগকে ত্রুটি সুধরে ভালো বোলিংয়ের পরামর্শ দিয়েছেন তিনি।
ভারতীয় এই ওপেনার বলেন, 'আমাদের চিহ্নিত করতে হবে কোন ভুল আমরা করেছি। বিশেষ করে বোলিং বিভাগে। কোন একজনের জন্য আমরা হারি নাই। দল হিসেবেই আমাদের কারণ খুঁজে বের করতে হবে।'
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড