ক্রীড়া ডেস্ক
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আনুষ্ঠানিক সিরিজের ম্যাচ খেলতে নয়। মূল সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
শুক্রবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগার কুলরিজ ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ম্যাচটি। আগামী ১৬ জুন (বৃহস্পতিবার) অ্যান্টিগারই নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল।
কয়েকভাগে ভাগ হয়ে ক্যারিবীয় সফরে গিয়েছে বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি কাটিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন করেছেন তামিম ইকবাল, মুমিনুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। একদিনের অনুশীলনেই আজ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক, তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ:
ইয়ানিক ক্যারিয়া (অধিনায়ক), ত্যাজনারায়ন চন্দরপল, ব্রায়ান চার্লস, রস্টোন চেজ, টেভিন ইমলাচ, জেরেমিয়া লুইস, কলিন আর্কিবাল্ড, অ্যালিক অ্যাথানাজ, প্রেস্টন ম্যাকসুই, মারকুইনো মাইন্ডলি, জেরেমি সোলোজানো ও জোমেল ওয়ারিকান।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড