ক্রীড়া ডেস্ক
দিন কয়েক আগেই ইউরোজয়ী ইতালির বিপক্ষে দুর্দান্ত এক জয়ে ফাইনালিসিমার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের মধ্যকার এই লড়াইয়ে আর্জেন্টিনা জয় লাভ করে ৩-০ গোলে।
ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার পক্ষে একাই ছড়ি ঘুড়িয়েছিলেন দলপতি লিওনেল মেসি। সেই সঙ্গে জিতে নিয়েছিলেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
যদিও এই ম্যাচে গোল না করতে পারলেও জোড়া অ্যাসিস্ট করেন তিনি। ইতালির বিপক্ষে এই ম্যাচের পর অনেকেই প্রশংসা করেছে আর্জেন্টিনার।
ফাইনালিসিমার মতো উত্তেজনাকর ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন স্বয়ং ইতালি কোচ রবার্তো মানচিনি। সেই সঙ্গে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপও জিততে পারে বলে মন্তব্য তার।
ইতালিয়ান বস মানচিনি বলেন, 'আর্জেন্টিনা ভালো একটি ম্যাচ খেলেছে। তাদের দারুণ কিছু ফুটবলার রয়েছে এবং তারা এই শিরোপার (ফাইনালিসিমা) যোগ্য। আমি মনে করি তারা বিশ্বকাপও জিততে পারে।'
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড