ক্রীড়া ডেস্ক
পায়ের চোট নিয়েই ফ্রেঞ্চ ওপেন খেলেছেন রাফায়েল নাদাল। তবে দ্রুতই তার পায়ে অস্ত্রোপচার করাতে হবে। বয়স ৩৬ বছর পেরিয়ে যাওয়ায় ধকলটা কাটিয়ে আর কোর্টে ফিরতে পারবেন না নাদাল।
স্পেনের দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে বাস্তবতাটা মেনে নিলেন নাদাল, ‘আমার পায়ে অস্ত্রোপচার করাতে হবে।’
‘এরপর আর কোর্টে ফেরা হবে না। তবে টেনিসের বাইরেও সব সময় হাসিখুশি থাকি আমি। অবসরের পরের জীবন নিয়ে মোটেও ভয় পাচ্ছি না।’
ফ্রেঞ্চ ওপেন ফাইনালের পর জানিয়েছিলেন, ব্যথা সহ্য করে লড়াই চালিয়ে যাবেন তিনি। দেশে ফিরে অস্ত্রোপচারটা যত দিন সম্ভব দেরিতে করানোর কথাও মার্কাকে জানালেন, ‘ছয় ঘণ্টা পরপর ব্যথানাশক আর প্রদাহবিরোধী ওষুধ নিয়ে খেলেছি। তার পরও গত সোমবার পরিস্থিতি খুব জটিল হয়েছিল।’
১৪তম ফ্রেঞ্চ ওপেন জিতে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন নাদাল। ভবিষ্যতে কেউ কি পারবে তাঁর রেকর্ড ভাঙতে? এমন প্রশ্নের জবাবে জানালেন, ‘আমি যেহেতু পেরেছি, এর অর্থ তাহলে অন্যরাও পারবে। তবে খুব কঠিন হবে প্যারিসে ১৪বার শিরোপা জেতা।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড