ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে দেশ ছেড়েছে টেস্ট ক্রিকেটাররা। তবে আগামী ২২ জুন বিমানে চড়বে তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে দল।
চোট কাটিয়ে ১ জুন থেকে বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। পুরনো ছন্দে বোলিংও করতে পারছেন তিনি। ট্রেইনার এবং ফিজিওর কাছ থেকে ভালো রিপোর্টও পেয়েছেন জাতীয় দল নির্বাচকরা। তাই ওয়ানডের সঙ্গে টি-টুয়েন্টি দলেও অন্তর্ভুক্ত করা হচ্ছে ডানহাতি এ পেসারকে।
টেস্টের পর টি-টুয়েন্টি এবং সবার শেষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ২২ জুন ক্যারিবীয় সফরে যাবেন তাসকিনরা। ভালোভাবে প্রস্তুত হওয়ার জন্য বেশ সময় পাচ্ছেন তিনি।
এদিকে টেস্ট দলের খেলোয়াড়রা ৩ জুন থেকে ভাগে ভাগে ওয়েস্ট ইন্ডিজ গেলেও প্রস্তুতি শুরু হবে আরও তিনদিন পর। ১০ জুন এন্টিগায় প্রথম অনুশীলনে নামবে টাইগাররা।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড