ক্রীড়া ডেস্ক
এশিয়ান কাপ হকির শেষটা জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ, উল্টো লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে পাকিস্তানের কাছে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। এই হারে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করল লাল সবুজের জার্সিধারীরা।
বুধবার (১ জুন) জাকার্তার জেবিকে ফিল্ড মাঠে র্যাংকিংয়ে ১৮তম দল পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি ২৭তম স্থানে থাকা বাংলাদেশ।
প্রথম দুই কোয়ার্টারে দুই গোলে পিছিয়ে পড়ার পর তৃতীয় কোয়ার্টারে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ ও চতুর্থ কোয়ার্টারে আরও তিন গোল করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় পাকিস্তান।
এর আগে পুল 'বি'তে তিন ম্যাচের একটিতে জিতেছিল বাংলাদেশ। কোরিয়ার কাছে হারের পর ওমানের বিপক্ষে জিতে আশা বাঁচিয়ে রেখেছিলেন জিমিরা। তবে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়।
পরে স্থান নির্ধারণী ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে আসর শেষ করতে হলো।
ওডি/কেএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড