ক্রীড়া প্রতিবেদক
হকির বিশ্ব র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিং তালিকায় ২৭তম স্থানে এখন লাল-সবুজের দল।
গত মার্চে ওমানকে হারিয়ে এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার সাত ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছিল তারা। র্যাঙ্কিংয়ে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখল গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।
ইন্দোনেশিয়ায় চলতি এশিয়া কাপ হকিতে গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেনি তারা।
স্থান নির্ধারণী ম্যাচে ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ১ জুন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবেন জিমিরা। ম্যাচের আগে মিলল র্যাঙ্কিংয়ে উন্নতির খবর।
র্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থা নিয়ে হকি ফেডারেশনের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার মউদুদুর রহমান শুভ।
তিনি লিখেছেন, ‘এখন আমাদের র্যাঙ্কিং ২৭। এখনও সময় শেষ হয়নি। দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা নিন। সারাদেশে খেলা ছড়িয়ে দিন। লিগ, জাতীয়, যুব, স্কুল হকি নিয়মিত করেন। র্যাঙ্কিং ২০-এর মধ্যে আসতে সর্বোচ্চ ৬-৮ বছর লাগবে। শুধু কাঁদা ছোড়া বাদ দিয়ে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন করুন।’
ওডি/কেএ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড