ক্রীড়া ডেস্ক
লম্বা সময় ধরে মোহামেদ সালাহর সঙ্গে চুক্তি নবায়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে লিভারপুল। তবে সেই আলোচনা এখনো দেখেনি আলোর মুখ। তাতে সালাহর লিভারপুল ছাড়ার গুঞ্জন ক্রমশই বাড়ছে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে মিশরীয় তারকা জানালেন, পরের মৌসুমেও অলরেডদের সঙ্গেই থাকছেন তিনি।
২০২১-২২ মৌসুমটা দারুণ কাটছে সালাহর। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। দুজনেরই গোল ২৩টি করে। সঙ্গে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টও সালাহর। সনের সঙ্গে যৌথভাবে জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট।
আগামী মৌসুমে শেষ হবে সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ। এরপর ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি।
গত কয়েক মাসে বিভিন্ন সময়ে চুক্তি নবায়ন নিয়ে লিভারপুলের সঙ্গে সালাহর আলোচনার খবর সংবাদমাধ্যম এসেছে। গুঞ্জন রয়েছে, নতুন চুক্তিতে সালাহর চাওয়া অনুযায়ী পারিশ্রমিক দিতে রাজি নয় ক্লাবটি।
ফলে লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। শনিবার (২৬ মে) রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়বে লিভারপুল। এই ম্যাচকে সামনে রেখে বুধবারের সংবাদ সম্মেলনেও উঠল সালাহর চুক্তির বিষয়টি।
সালাহ বলেন, ‘আমি এই মুহূর্তে চুক্তি নিয়ে ভাবছি না। এখন দল নিয়ে ভাবার সময়। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আমি আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।’
তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই আমি পরের মৌসুমে এখানে থাকব। আমি হেন্ডোর (জর্ডান হেন্ডারসন) হাতে ট্রফিটা আবার দেখতে চাই এবং আশা করি এরপর সে আমার হাতে ট্রফিটি দেবে।’
লিভারপুলের চেয়ারম্যান টম ওয়ার্নার চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন যে, তারা সালাহ ও সাদিও মানেকে ক্লাবে ধরে রাখতে চান। মানেরও চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমের শেষে।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড