ক্রীড়া প্রতিবেদক
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দিনের খেলা শেষ করার আগে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান জড়ো করেছে শ্রীলঙ্কা।
ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের পর মুশফিকুর রহিমের অপরাজিত ১৭৫ ও লিটন দাসের ১৪১ রানের দুই দুর্দান্ত ইনিংসে ভর করে ৩৬৪ রান জড়ো করে বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো মিলে শিকার করেন ৯টি উইকেট। এর মধ্যে কাসুন পাঁচটি ও আসিথা চারটি উইকেট শিকার করেন। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা চা বিরতিতে যায় বিনা উইকেটে ৮৪ রান নিয়ে। তৃতীয় সেশনের শুরুতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন এবাদত হোসেন চৌধুরী। ৯১ বলে ৫৭ রান করে ওশাদা ফার্নান্দোকে ফিরিয়ে দেন তিনি। এরপর উইকেটে এসে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন কুশল মেন্ডিস। তবে ৪৯ বলে ১১ রান করে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হন তিনি।
এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ৪৬ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে লঙ্কানরা। করুনারত্নে ১২৭ বলে ৭০ ও নাইটওয়াচম্যাচ কাসুন রাজিথা ১১ বলে ০ রানে অপরাজিত রয়েছেন।
আম্পায়ারদের ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত আর ক্যাচ হাতছাড়ার ঘটনায় এদিন একাধিক উইকেট থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। শেষদিকে দিনের খেলা আরও চালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ। তবে আম্পায়াররা স্টাম্পস ঘোষণা করলে অসন্তোষ দেখা দেয় বাংলাদেশ দলে।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড