ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ দিন বেশ উত্তেজনা ছড়াচ্ছে। এদিনই নির্ধারণ হবে ইংলিশ লিগের চ্যাম্পিয়ন হচ্ছে কে? শিরোপা ঘরে তোলার লড়াইটা দুই দলের মধ্যে, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। রাতে নিজেদের মাঠে শেষ ম্যাচ খেলতে নামছে দুই দল। জিতলেই শিরোপা ধরে রাখবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি, আর যদি হেরে যায় তাহলে লিভারপুল জিতে হতে পারে শিরোপা।
এক পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। আর লিভারপুল মুখোমুখি হবে উলভসের। পাঁচ বছরে চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পথে সিটিজেনরা। সহজেই জেতার প্রত্যাশা তাদের। কিন্তু প্রতিপক্ষ দলের কোচ স্টিভেন জেরার্ড, যার সাবেক ক্লাব লিভারপুল। প্রাণপ্রিয় ক্লাবকে তিনি শিরোপা জয়ে সহায়তা করতে পারেন পেপ গার্দিওলার দলকে হারিয়ে।
আগের ম্যাচে ওয়েস্ট হ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ম্যানসিটি। তারা আরেকবার হোঁচট খেলেই কাজটা সহজ হয়ে যায় লিভারপুলের জন্য। উলভস বাধা পেরোনো খুব একটা কঠিন নয় তাদের জন্য।
সেক্ষেত্রে তাদের চাওয়া থাকবে জেরার্ড তার ভিলার রক্ষণভাগ জমাট করে রাখবেন। বল দখলেও প্রতিপক্ষকে খুব একটা এগিয়ে থাকতে দিবেন না তিনি। ঠিক যেমনটা সাউদাম্পটন ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে করেছিলেন ভিলা কোচ।
তাই লিভারপুলের চাওয়া হোঁচট খাবে ম্যানসিটি এবং তারা ছয় ম্যাচ জয়খরায় থাকা উলভসকে হারিয়ে জিতবে শিরোপা। বাংলাদেশ সময় রাত ৯টায় নিজ নিজ মাঠে প্রতিপক্ষকে স্বাগত জানাবে দুই শিরোপা প্রত্যাশী দল।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড