ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম টেস্টে আঙুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন স্পিনার নাঈম হাসান। তার ছিটকে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে একটি দলীয় সূত্র।
মূলত নিজের বোলিংয়ের সময়ই চোট পান নাঈম। চতুর্থ দিন করুনারত্নের ড্রাইভ থামাতে গিয়ে ডানহাতে চোট পান তিনি। পঞ্চম দিন শেষে ব্যথা বেড়ে যাওয়ায় তার হাতে এক্স-রে করানো হয়। এক্সরেতে দেখা যায় আঙুল ভেঙে গেছে নাঈমের। যে কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন এ ডানহাতি স্পিনার।
অবশ্য চতুর্থ দিন চোট পেলেও পঞ্চম দিনেও বোলিং করেছেন তিনি। যদিও এদিন উইকেটবিহীন ছিলেন নাঈম। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার বোলিং করলেও ৭৯ রান দিয়ে পাননি কোনো উইকেট।
তবে প্রথম ইনিংসে ছয় উইকেট শিকার করেন নাঈম। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাঈমের কপাল খুলে মিরাজের চোটে। ঢাকা প্রিমিয়ার লিগে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান মিরাজ।
১৫ মাস পরে জাতীয় দলে ফিরেই প্রথম ইনিংসে ৩০ ওভার বোলিং করে ১০৫ রান দিয়ে ৬ উইকেট নেন নাঈম। ঢাকা টেস্টে তার বদলি কে খেলবেন তা এখনো জানায়নি নির্বাচকরা।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড