ক্রীড়া প্রতিবেদক
চট্টগামে প্রথম টেস্ট খেলার সময় ব্যাটিংয়ে নেমে চোট পান শরিফুল ইসলাম। সেই চোট গুরুতর হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন এই বাঁহাতি পেসার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ইনজুরি আক্রান্ত হওয়ায় ছিটকে গিয়েছিলেন শরিফুল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগেও ছিল শরিফুলকে নিয়ে শঙ্কা। তবে শেষ পর্যন্ত প্রথম টেস্টে মাঠে নামেন শরিফুল। প্রথম ইনিংসে বোলিংও করেছেন।
তবে চতুর্থ দিন দলীয় প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কাসুন রাজিথার বল শরিফুলের গ্লাভসে আঘাত হানলে ফের চোটে পড়েন এই পেসার। এক পর্যায়ে মাঠ থেকে ব্যথায় উঠে যান। ফলে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। আর তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
এবার জানা গেলো সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি। শেষদিন একজন বোলার কম নিয়ে খেলছে বাংলাদেশ।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড