ক্রীড়া প্রতিবেদক
চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তৃতীয় দল হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে এবারের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে অ্যাডিলেডে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ।
সেখান থেকে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হবে ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো। এখনও চূড়ান্ত না হলেও সম্ভাব্য দল হিসেবে পাকিস্তানের কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।
জালাল ইউনুস বলেন, ‘পরিকল্পনা বলতে আপনারা জেনে গেছেন অনেকগুলো টি-টুয়েন্টি ম্যাচ আছে। ১৬ টার বেশি ম্যাচ, অনেক বেশি। যে কারণে এটার জন্য আলাদা ক্যাম্প লাগছে না। মানে আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি ওখানে যাওয়ার আগে অ্যাডিলেডে একটা কিছুদিন ক্যাম্প করব।’
তিনি বলেন, ‘আরেকটা ত্রিদেশীয় সিরিজ খেলবো নিউজিল্যান্ডে ইন শা আল্লাহ। ঈদের পর ৭-৮ দিন অনুশীলন করে চলে যাবে নিউজিল্যান্ডে। সম্ভবত ম্যাচগুলো ক্রাইস্টচার্চে হবে। এখনো চূড়ান্ত হয়নি, তবে নিউজিল্যান্ড ছাড়া বাকি দল সম্ভবত পাকিস্তান।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড