ক্রীড়া ডেস্ক
বিভিন্ন বিতর্কের মধ্যে সময়টা ভালো কাটছিল না নোভাক জকোভিচের। তবে একেবারে রাজকীয় মেজাজে ফিরলেন তিনি। ইতালির রাজধানী রোমে একটি সেটেও না হেরে নিজের ৩৮তম এটিপি মাস্টার্স ১০০০ জিতলেন জকোভিচ। ফলে মাস্টার্স ১০০০ খেতাব জয়ের নিরিখে রাফায়েল নাদালের (৩৬) থেকে আরও এগিয়ে গেলেন এই সার্বিয়ান তারকা।
ইতালিয়ান ওপেনের ফাইনালে গ্রিক তারকা স্টেফানোস সিসিপাসকে প্রথম সেটে ৬-০ ব্যবধানে একেবারে ধরাশায়ী করেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ। দ্বিতীয় সেটে সিসিপাস কড়া টক্কর দিলেও টাইব্রেকারে ৭-৬ (৫) স্কোরে সেট এবং খেতাব জিতে নেন সার্বিয়ান কিংবদন্তি।
সিসিপাসের বিরুদ্ধে ফরাসি ওপেনের ফাইনালে ২-০ সেটে পিছিয়ে পড়েও গত মৌসুমে খেতাব জিতেছিলেন জকোভিচ, এক্ষেত্রে জয়টা অনেক কম খেটে পেয়ে গেলেন তিনি।
গতবারে ফাইনালে নাদালের কাছে হেরে নিজের খেতাব ধরে করতে না পারলেও এই নিয়ে ষষ্ঠবার ইতালিয়ান ওপেন জিতলেন জকোভিচ। পাশাপাশি সবচেয়ে বেশি বয়সেও (৩৪ বছর, ১১ মাস ২৩ দিন) এই মাস্টার্স ১০০০ জেতার নজির গড়লেন তিনি। আর জিতলেন গোটা টুর্নামেন্টে একটি সেটেও পরাজিত না হয়েই।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড