ক্রীড়া ডেস্ক
ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ভাইসহ মারা গেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১০ দলের সাবেক ফুটবলার ম্যাক্সি রোলন। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত বার্সেলোনার যুব দলের হয়েও খেলেছেন এই ফুটবলার।
আর্জেন্টিনার পুলিশের রিপোর্ট অনুযায়ী, শনিবার (১৪ মে) ভোরে সান্তা ফে প্রদেশের ক্যাসিল্ডার কাছাকাছি বড় ভাই এরিয়েলের সঙ্গে ভ্রমণ করছিলেন রোলন। এ সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তাৎক্ষণিক দুই ভাইয়ের মৃত্যু হয়।
ম্যাক্সি ও এরিয়েল দু’জনেই আঞ্চলিক লিগা ক্যাসিলডেন্স টুর্নামেন্টে খেলছিলেন। তাদের এমন মৃত্যুতে রবিবারের (১৫ মে) ম্যাচগুলো স্থগিত করেছে লিগ কমিটি। রোলন চিলির একটি ক্লাবে দেপোর্টেস ইকুইকের হয়ে খেলছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাবেক ক্লাব বার্সাও।
কাতালান ক্লাবটি লিখেছে, ‘বার্সেলোনার যুব ফুটবলার ম্যাক্সি রোলনের মৃত্যুতে আমরা মর্মাহত। তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করছি। শান্তিতে থাকুন রোলন।’
বার্সেলোনা ‘বি’ দলের হয়ে ২৪ ম্যাচে ২ গোল করেছিলেন ২৭ বছর বয়সী রোলন। পরে বার্সার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ২০১৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নাম লেখান।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড