ক্রীড়া ডেস্ক
লিগের প্রথম ম্যাচেই ঘরের মাঠে ২-০ গোলের জয়ে আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লিভারপুল। এবার দ্বিতীয় ম্যাচে ভিয়ারিয়াল যদি বড় কোনো প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় তাহলে হোঁচট খাওয়ার কোনোই সম্ভাবনা ছিল না মোহাম্মেদ সালাহদের সামনে।
কিন্তু ঘরের মাঠে সত্যি সত্যি অলরেডদের কিছুটা হলেও চমকে দিতে সক্ষম হয়েছিল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা।
তবে লিভারপুলের মতো বড় দলের সামনে কখনো খেই ধরে রাখতে পারেনি তারা। আর দ্বিতীয়ার্ধে মাত্র ১২ মিনিটের ঝড়ে উল্টো তিন গোল হজম করে বসতে হয় তাদের। আর শেষ ৫ মিনিট-তো মাত্র ১০ জনকে নিয়ে মাঠে থাকতে হয়।
এমনই ঘটন-অঘটনপূর্ণ ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানের গোলে হারিয়ে, দুই লেগ মিলে ৫-২ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
উল্লেখ্য, ২০১৮ এবং ২০১৯ সালে টানা দু’বার ফাইনালে ওঠার পর দুই বছর বিরতি দিয়ে এবার পুনরায় ফাইনালে উঠল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এখন ফাইনালে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানসিটির।
আরও পড়ুন : রোনালদোদের গোলে জিতেও লাভ হলো না ম্যানইউর
যদিও আজ রাতেই নির্ধারণ হয়ে যাবে যে, ফাইনালে কে হচ্ছে লিভারপুলের প্রতিপক্ষ।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড