ক্রীড়া ডেস্ক
আগামী গ্রীষ্মে হোম ভেন্যুর রূপ বদলাতে নেমে পড়বে বার্সেলোনা। ইতোমধ্যে ন্যু ক্যাম্পের বিল্ডিং পারমিট অনুমোদিত হয়ে গেছে। এতে করে ২০২৩-২৪ মৌসুমে অলিম্পিক স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে স্প্যানিশ জায়ান্টরা।
১৯৫৭ সাল থেকে কাতালান ক্লাবের হোম স্টেডিয়াম হিসেবে ন্যু ক্যাম্প চালু হয়। বর্তমানে এটি ইউরোপের অন্যতম বড় স্টেডিয়াম, যার ধারণক্ষমতা ৯৯,৩৫৪।
এরই মধ্যে জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে চুক্তি হওয়ায় আগামী মৌসুম থেকে আইকনিক স্টেডিয়ামের নাম হবে স্পটিফাই ন্যু ক্যাম্প।
আগামী বছরের জুনে অলিম্পিক স্টেডিয়ামে হোম ভেন্যু সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছে বার্সা। আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটিতে জানায়, ‘এই জুন থেকে সংস্কার কাজ শুরু হচ্ছে। এস্পাই বার্সা প্রজেক্টের অংশ হিসেবে এটি শুরু হচ্ছে। আজ সকালে বিল্ডিং পারমিট অনুমোদিত হলো।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড