ক্রীড়া ডেস্ক
লিভারপুলের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘায়িত করছেন ইয়ুর্গেন ক্লপের। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন এই জার্মান কোচ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানায় লিভারপুল। চুক্তি নবায়ন করায় আগামী ২০২৬ সাল পর্যন্ত এই ক্লাবে থাকবেন ক্লপ। ক্লপের সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত।
২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর দলটিকে দারুণ সব সাফল্য এনে দেন ক্লপ। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের শিরোপা জেতে অলরেডরা।
চলতি আসরে এই দুটিসহ চারটি শিরোপা ঘরে তোলার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি সমান ম্যাচে খেলে স্রেফ এগিয়ে ১ পয়েন্টে।
এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল খেলছে লিভারপুল। বুধবার (২৮ এপ্রিল) প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা।
মৌসুমে এরই মধ্যে লিগ কাপ জিতে নিয়েছে তারা। আগামী মাসে এফএ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে লড়বে তারা।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড