ক্রীড়া ডেস্ক
এক মাসের ব্যবধানে ফের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেন সার্জিনো ডেস্ট। গত মার্চে বাঁ পায়ের সমস্যায় ভুগছিলেন তিনি। এবার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বার্সেলোনার এই রাইটব্যাকের।
গত রবিবার (২৪ এপ্রিল) লা লিগায় ঘরের মাঠে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে চোট পান ডেস্ক। পরদিন বিবৃতিতে তার চোটের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
২১ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই ফুটবলারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি দলটি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৩১ ম্যাচ খেলেছেন এই মার্কিন ফুটবলার। লা লিগায় আগামী সপ্তাহে মায়োর্কার বিপক্ষে খেলবে বার্সা। লা লিগার পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা।
বার্সেলোনার সবশেষ হারে লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মাদ্রিদের দলটি। শেষ পাঁচ রাউন্ডে ১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে কার্লো আনচেলত্তির দল।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড