• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেশন্স লিগ থেকে রেলিগেশনের শঙ্কায় জার্মানি!

  স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর ২০১৮, ১০:৪৪
জার্মানি-নেদারল্যান্ডস
জার্মানি-নেদারল্যান্ডস মাচের একটি স্থিরচিত্র (ছবি : টুইটার)

প্রবল পরাক্রমশালী জার্মানি জাতীয় ফুটবল দলের দুর্দশা যেন কাটছেই না! উয়েফা নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পায়নি জোয়াকিম লো'র শিষ্যরা। রেকর্ড ব্যবধানে হারে প্রথমবারের মতো অায়োজিত এই প্রতিযোগিতার শীর্ষস্তর থেকে রেলিগেশনের শঙ্কায় ডাই ম্যানশ্যাফটরা।

শনিবার রাতে নেশন্স লিগের 'এ' স্তরের এক নম্বর গ্রুপের ম্যাচে জার্মানিকে ৩-০ গোলে বিধ্বস্ত করল স্বাগতিক নেদারল্যান্ডস। ফুটবল ইতিহাসে এবারই প্রথম তিন গোলের ব্যবধানে জার্মানদের হারাল ডাচরা। অার ২০০২ সালের পর জার্মানির বিপক্ষে এটাই নেদারল্যান্ডসের প্রথম জয়। ফলে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল তারা।

অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে অাসলো ২০১৮ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস। সমান ম্যাচে ১ পয়েন্ট পাওয়া জার্মানি নেমে গেল তলানিতে। গ্রুপের শীর্ষে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের অর্জন ২ ম্যাচে ৪ পয়েন্ট।

অামস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচের ৩০তম মিনিটে ভার্জিল ভ্যান ডাইক এগিয়ে দেন নেদারল্যান্ডসকে। কর্নার থেকে ফরোয়ার্ড রায়ান বাবেলের জোরালো হেড ক্রসবারে লেগে প্রতিহত হলে ফিরতি হেডে বল জালে জড়ান লিভারপুলের তারকা সেন্টার ব্যাক।

গোলের পর মেমফিস ডেপাইয়ের উদযাপন (ছবি : টুইটার)

১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জার্মানি দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৬৫তম মিনিটে সুবর্ণ সুযোগ হারায় তারা। জশুয়া কিমিচের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে ম্যানচেস্টার সিটির উইঙ্গার লেরয় সানে ডাচ গোলরক্ষক জ্যাসপার সিলেসেনকে একা পেয়েও বল বাইরে মারেন।

এরপর স্বাগতিকদের ওপর চাপ অব্যাহত রাখলেও উল্টো ম্যাচের শেষ দিকে দুই গোল হজম করে জার্মানি। ৮৬তম মিনিটে পাল্টা অাক্রমণে ডান প্রান্ত থেকে কুইন্সি প্রোমসের ক্রসে মানুয়েল নয়্যারকে পরাস্ত করেন মেমফিস ডেপাই। জাতীয় দলের জার্সিতে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের দশম গোল।

শেষ বাঁশি বাজার ঠিক অাগে একক নৈপূণ্যে ডাচদের তৃতীয় গোলটি করেন জর্জিনিয়ো ওয়াইনালডাম। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জার্মান রক্ষণভাগ ভেঙে মাটি কামড়ানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ঠায় দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক নয়্যারের।

অাগামী মঙ্গলবার রাতে ফুরফুরে মেজাজে প্রীতি ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে নেদারল্যান্ড। একই সময়ে নেশন্স লিগে বাঁচা-মরার লড়াইয়ে ফ্রান্সের অাতিথ্য নেবে ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি।