• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পেনের জয়রথ থামছেই না

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ১৫:৫৯

পাকো আলকাসের
ম্যাচে জোড়া গোল পেয়েছেন পাকো আলকাসের; (ছবি : সংগৃহীত)

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা ঝেড়ে যেন অদম্য হয়ে উঠছে স্পেন! বিশ্বকাপের পর টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। উয়েফা নেশন্স লিগের আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়াকে হারানোর পর এবার লা রোহারা প্রীতি ম্যাচে ওয়েলসকে উড়িয়ে দিয়েছে তাদের মাঠেই।

বৃহস্পতিবার রাতে গ্যারেথ বেলহীন ওয়েলসকে কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের আধা ঘণ্টার মধ্যে ৩-০ গোলে এগিয়ে যাওয়া স্প্যানিশরা দ্বিতীয়ার্ধে আরও একবার বল জড়ায় ওয়েলসের জালে। ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্বাগতিকদের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন স্ট্রাইকার স্যাম ভোকস।

ম্যাচে জোড়া গোল পেয়েছেন স্ট্রাইকার পাকো আলকাসের। দুই বছর পর জাতীয় দলে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বার্সেলোনা থেকে ধারে বরুসিয়া ডর্টমুন্ডে নাম লেখানো এই তারকা। ম্যাচের ৮ ও ২৯তম মিনিটে গোল দুটি করেছেন তিনি।

আলকাসেরের নৈপুণ্যের মাঝে গোলের দেখা পেয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৪তম মিনিটে রিয়াল বেটিসে খেলা বদলি ডিফেন্ডার মার্ক বার্ত্রা দলের পক্ষে চতুর্থ গোলটি করেছেন। ৮৯তম মিনিটে ওয়েলসের পক্ষে ব্যবধান কমান ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির হয়ে খেলা ভোকস।

আগামী সোমবার রাতে নেশন্স লিগের ফিরতি ম্যাচে ঘরের মাঠে ইংলিশদের মোকাবেলা করবে স্পেন। দুদলের আগের দেখায় অতিথি হিসেবে খেলতে গিয়ে তারা থ্রি লায়ন্সদের হারিয়েছিল ২-১ ব্যবধানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড