ক্রীড়া প্রতিবেদক
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে রান নেই খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিমের। তাই চট্টগ্রামে ব্যাট হাতে রানে ফিরতে ও দলকে জয়ে ফেরাতে চান মুশফিক।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা রান স্কোরার ছিলেন মুশফিক। সেই টুর্নামেন্টে বলার মতো স্কোর কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই রয়েছে। তবে বলার মতো শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ রানের ইনিংসটি ছিল মিস্টার ডিপেন্ডেবলের। তাই বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় বেশ সমলোচিত হয়েছেন মুশফিক।
এমনকি বিপিএলেও প্রথম দুটি ম্যাচে রান পাননি তিনি। মিরপুরের মন্থর উইকেটে রান না পেলেও চট্টগ্রামে বড় রানের প্রত্যাশায় খুলনা টাইগার্সের অধিনায়ক। দল যাতে লাভবান হয় ঐরকম ম্যাচজয়ী ইনিংস খেলতে চান মুশফিক।
তিনি বলেন, ‘অবশ্যই সবারই চেষ্টা থাকে ম্যাচে অবদান রাখার। আশা করছি তাড়াতাড়ি যেন বড় রান করতে পারি। রান করার চেয়ে গুরুত্বপূর্ণ যাতে জয়ে ফিরতে পারে। টপ অর্ডারে যেহেতু খেলি, পরবর্তীতে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব যেন বড় রান করতে পারি এবং তাঁতে দল যেন লাভবান হয়। কাল থেকে এটাই আমার মূল লক্ষ্য।’
বিপিএলের দ্বিতীয় পর্ব খেলতে বর্তমানে চট্টগ্রামে রয়েছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে নিজের হারানো ছন্দ খুঁজে পেতে চান মুশফিক। এমনকি দুদিন আগে মুশফিকের ফর্মে ফেরা নিয়ে আশার বাণী শুনিয়েছেন খুলনা টাইগার্সের ম্যানেজার নাফিস ইকবালও।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড